ইতালিতে অবৈধভাবে বসবাসরত প্রায় ১৫ হাজার বাংলাদেশির পাসপোর্ট বাতিল করা হচ্ছে। মূলত যারা ভুয়া নাম, জন্মতারিখ ও বয়স কমিয়ে দেশটির আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন তাদের পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস থেকে জাতীয় পরিচয় পত্রের আবেদন শুরুর দিন এ তথ্য জানানো হয়। দেশটিতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনটি আনন্দের হলেও অনেকের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
দেশটিত অবৈধ ভাবে বসবাসরত প্রায় ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীর জাতীয় পরিচয় পত্র পাওয়া নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। আর এই পরিচয় পত্র ও পাসপোর্ট ছাড়া ইউরোপের দেশটিতে বৈধতাও পাবেন না তারা।
এদিকে, বৃহস্পতিবার রোমে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম আনুষ্ঠানিক বৈঠক করেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী দেশিয় সংস্কৃতি ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে ইতালিতে অবৈধভাবে পাড়ি জমান ২২ হাজার ৫৫৭ জন বাংলাদেশি। আর সরকারি হিসেবে চলতি বছরই ৮ হাজার বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন। বছর শেষে এই সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post