ইতালিতে বাড়ছে বাংলাদেশিসহ প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হচ্ছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির। গেল বছর নতুন গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫৭টি, যা চলতি বছর আরও বাড়তে পারে বলে ধারণা প্রবাসীদের।
একসময় ফুল বিক্রি, হকার কিংবা গাড়ি পরিষ্কারের মতো ছোটখাটো কাজ করতে দেখা যেত ইতালির প্রবাসী বাঙালিদের। ৯০ দশকের শুরুতে কেউ কেউ চাকরি করলেও, সেই সংখ্যা ছিল হাতেগোনা। তবে এখন দিন পাল্টেছে। বর্তমানে ব্যবসা এবং চাকরির বাজারে নিজেদের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন অনেকেই।
ছয় কোটি নাগরিকের দেশ ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা প্রায় ৫০ লাখ। তার মধ্যে বাংলাদেশি রয়েছেন প্রায় দুই লাখ।
ইতালির চেম্বার অব কমার্সের সূত্রমতে, ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে যেখানে বিদেশিদের ব্যবসা বেড়েছে শতকরা ১০ ভাগ, সেখানে ইতালীয়দের ব্যবসা কমেছে শতকরা প্রায় ৩ ভাগ।
গেল ৫ বছরে কৃষি খাতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা সর্বোচ্চ ২৮ শতাংশ বেড়েছে। তার মধ্যে রয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও।
গেল বছর নতুন গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫৭টি। চলতি বছরে ব্যবসায়ীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রবাসী বাংলাদেশিদের, যা বাংলাদেশের রেমিট্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জি সেভেনের সদস্য রাষ্ট্র ইতালি একটি শিল্পোন্নত দেশ। দেশি-বিদেশি মিলিয়ে ইতালিতে প্রায় চার লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এ জেড কে/
Discussion about this post