এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ সরকার আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বাংলাদেশ দূতাবাসের ফুটবল দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জো ইতালির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ নাগরিক সমিতি ৩-২ গোলে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের তরুণরা শুধু আমাদের দেশেনয় বরং পৃথিবীর যে কোন স্হানে নেতৃত্বে ভূমিকা রাখতে সক্ষম।
এছাড়া বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জো র সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এ উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা। এই উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এস এইচ/
Discussion about this post