জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ :
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর ২ আসনে (নুড়িয়া সখিপুর) স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী কে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা ভেনিস শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম এর পরিচালনায় ভেনিস বাংলা স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় বক্তারা বলেন কর্ণের শওকত আলীর অসমাপ্ত কাজকে সম্পন্ন করার জন্য খালেদ শওকতকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জোর দাবি জানান।
আলোচনা সভা চালাকালীন সময় খালেদ শওকত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশেই আমি প্রার্থী হয়েছি। গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।
সে সময় বক্তব্য রাখেন সখিপুর থানা সাবেক যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, নরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সবুজ সরদার, হাকিম লাকুরিয়া, মোঃ আলাউদ্দিন, সেকান্দার ছৈয়াল, রাসেল ছৈয়াল, সেজান হাওলাদার, শাকিল হাওলাদার , নিবির তুহিন মাঝি সহ আরো অনেকে। আলোচনা শেষে রেলি অনুষ্ঠিত হয়। পরে গণসংযোগ করেন ভেনিসে বসবাসরত নেতা কর্মী ও সমর্থকরা ।
এস আর/
Discussion about this post