জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :
প্রবাসীদের দাবী আদায়ের লক্ষ্যে ইউরোপের দেশ ইতালির ভেনিসে গঠিত প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মোহাম্মদ আলম এর সভাপতিত্বে ও সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহানুর রহমান উজ্জল ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের নবগঠিত প্রবাসীদের সার্থে প্রতিষ্ঠিত এই সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দূতাবাসের মাধ্যমে লিখিত ভাবে উত্থাপন করার পর তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। প্রবাসীরা দেশে নানা হয়রানির শিকার হয়ে আসছে প্রতিনিয়ত। একজন প্রবাসী যখন নিজ দেশে গিয়ে মামলা, হামলা সহ তাদের জমি জোর পূর্বক লিখিয়ে নেয় স্হানীয় প্রভাবশালী ও সন্তাসীরা তখন তাদের পাশে কাউকে পাওয়া যায় না। সংগঠনের পক্ষ থেকে গত বছর থেকে প্রবাসীদের সহায়তার জন্য বাংলাদেশের প্রতিটা জেলায় প্রবাসী নিরাপত্তা সেল গঠনের দাবী জানিয়ে আসছিলাম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে ১৪ টি জেলায় এর কার্যকম শুরু করা হয়েছে। আমাদের দাবী ১৪ টি জেলায় ন্যায় ৬৪ টি জেলায় এই সেল গঠন করে প্রবাসীদের পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলম জানান, গত বছর ২০২৩ সালে স্ব পরিবারে তিনি দেশে গেলে চুয়াডাঙ্গার চিন্হিত সন্ত্রাসী দাতলা জামান , মোহাম্মদ আলম ও তার স্ত্রী নাসিমা আক্তার কে হত্যার হুমকি দিয়ে তিন ( ৩) কাঠা জমি ৫ লক্ষ টাকা দিয়ে লিখিয়ে নেয়। সে সময় মোহাম্মদ আলম থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে ২/৩ দিন পর একটি সাধারণ ডায়েরি রুজু করেন। মোহাম্মদ আলম আরো জানান , জোর পূর্বক জমি লিখিয়ে নেবার ঘটনা তিনি ন্যায় বিচারের দাবী তে স্হানীয় সংসদ সদস্যকে অবহিত করেও কোন সুরাহা করতে না পেরে ইতালি চলে আসেন।
মোহাম্মদ আলম জমি ফিরে পেতে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী, সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশে যাওয়ার পর যাতে নিরাপদে থাকতে পারে এবং দেশে থাকা তাদের সম্পদ ভোগ করতে পারে ও কোন প্রকার হয়রানি ও মিথ্যা মামলার শিকার যাতে না হয়। দেশের ৬৪ জেলায় প্রবাসী নিরাপত্তা সেল গঠনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ভেনিসে বসবাসরত মো: মিলন মিয়া, মোহাম্মদ ছালামত , আওলাদ হোসেন, মজিবুর রহমান প্রমূখ।
এস আর/
Discussion about this post