ইতালিতে অভিবাসী নৌকাডুবির ঘটনায় আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন দেশটির উপকূলরক্ষীরা। শুক্রবার (২১ জুন) দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের একটি অভিবাসী নৌকা থেকে সেগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সোমবার দাতব্য সংস্থাগুলো জানিয়েছিল, সম্ভবত তুরস্ক থেকে যাত্রা করা একটি নৌকায় আগুন ধরে গেলে ইতালির ক্যালাব্রিয়ার প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে এটি ধ্বংস হয়।
কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ, উপকূলরক্ষীদের নৌকা দাতিলো ও করসি থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মোট ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’দাতব্য সংস্থাগুালো বলেছিল, নৌকাডুবির পর সমুদ্র থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছিলেন উপকূলরক্ষীরা। তখন এক নারীর মৃতদেহ উপকূলে নিয়ে আসা হয়। ৬০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
জাতিসংঘের তথ্য মতে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২৩ হাজার ৫০০ জনেও বেশি অভিবাসী মারা যাওযার বা নিখোঁজ হওয়ার ঘটনা নথির্ভূক্ত করা হয়েছে।
উপকূলরক্ষীরা জানিয়েছেন, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের বিমানগুলো অনুসন্ধান অভিযানে সহযোগিতা করেছে।
টিবি
Discussion about this post