ইতালি প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতালির রোমের আকাশে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ নয় বছর পর রোমের উদ্দেশে উড়বে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ফ্লাইট।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানের এমডি বলেন, আমরা ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ এই তারিখের মধ্যে (২৬ মার্চ) আবারও রোমের আকাশে উড়বে বিমান। আমাদের টার্গেট থাকবে এই রুটের প্রবাসীদের সর্বোচ্চ সেবাদান নিশ্চিত করা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বর্তমানে রোমে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ও স্টেশন চালু করাসহ সব ধরনের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।
এ এস/
Discussion about this post