জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে প্রতিনিয়ত ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। দেশটির উপকূলে ভিড়েছে আরও একটি রোহিঙ্গা বোঝাই নৌকা। স্থানীয় প্রশাসন বলছে, নৌকাটিতে নারী-শিশুসহ অন্তত আড়াইশ’ যাত্রী রয়েছে।
বৃহস্পতিবার তারা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছায়। তবে এসব রোহিঙ্গা শরণার্থীদের নৌকা থেকে নামতে নিষেধ করা হয়েছে। এর আগে আরও একটি নৌকাকে সাগরে ফিরিয়ে দেওয়া হয়। তাদের বর্তমান অবস্থান কোথায় সে সম্পর্কে কিছু জানা যায়নি। ইন্দোনেশিয়ার কোস্টগার্ড বলছে, তাদের জলসীমা পার হয়ে গেলে আর দায় নেই ইন্দোনেশিয়ার।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এসব রোহিঙ্গাদের সাগরে ফিরিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সাথে অনুরোধ জানিয়েছেন আশ্রয় চাওয়া রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার।
পরিসংখ্যান বলেছে, শুধু ২০২২ সালেই জীবনের ঝুঁকি নিয়ে ২ হাজারের বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়া প্রবেশের চেষ্টা করেছে। তাদেরকে উদ্ধারের পর রাখা হয়েছে শরণার্থী শিবিরে। মূলত দালালের খপ্পরে পড়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। এতে বছর বছর সমুদ্রে পড়ে মারাও যাচ্ছে বহু মানুষ। ধারণা করা হয় গেল বছর ২০০ বেশি রোহিঙ্গা সাগরে ডুবে মারা গেছে।
Discussion about this post