ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত করার একটি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ইন্দোনেশিয়ার সুলাউইসি আইল্যান্ডে চীনের বিনিয়োগ করা মোরোওয়ালি শিল্পাঞ্চলে কারখানার চুল্লি মেরামতের সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার নাগরিক। আর বাকি পাঁচজন চীনা নাগরিক বলে জানা গেছে। তারা সবাই কারখানাটিতে কর্মরত ছিলেন।
কারখানার মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লি মেরামতের সময় প্রথমে একটি তরল দাহ্য পদার্থে আগুন ধরে যায়। এরপর বিস্ফোরণ হয়। পাশে থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলোতে আগুন ছড়িয়ে গেলে সেগুলোও বিস্ফোরিত হয়।” তবে বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারি তৈরির মূল উপাদানগুলোর একটি নিকেল। খনিজ সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় সালাউইসি দ্বীপটি নিকেল উৎপাদনের জন্য বিখ্যাত। স্টেইনলেস স্টিল তৈরিতেও নিকেল গুরুত্বপূর্ণ উপাদান।
সূত্র: রয়টার্স
এ জেড কে/
Discussion about this post