কুষ্টিয়ার ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে আগুন জালিয়ে অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, ইবি থানা ইবিতেই থাকতে হবে। এ থানা স্থানান্তরের চেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যতক্ষণ না থানা স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হচ্ছে ততক্ষণ তারা কঠোর কর্মসূচী পালন করে যাবেন। দুই ঘণ্টা পর জেলা পুলিশ প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হলে কর্মসূচী স্থগিত করা হয়। পরে দুপুর ২টার পর ধীরে ধীরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পার্শ্ববর্তী ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়টি কাগজ কলমে অনুমোদন হয়েছে। দুই দিন আগে একই সড়কের বৃত্তিপাড়ায় থানা ঝাউদিয়াতে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল।
এস এইচ/
Discussion about this post