পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৪ নভেম্বর দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি এই আন্দোলনকে ‘শেষ ডাক’ হিসেবে অভিহিত করেছেন। তবে তার ‘শেষ ডাক’র মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানী সংবাদমাধ্যম।
কারাবন্দি ইমরান খান আইনজীবীদের মাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে জানান, শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।
এছাড়া সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ‘স্বৈরাচারী সরকারের ভিত্তি’ শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
সূত্রঃ দ্য ডন
এ ইউ/
Discussion about this post