পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থী নওয়াজ শরিফের দল পিএমএল-এন এ যোগ দিয়েছেন। তিনি লাহোরের এনএ-১২১ আসন থেকে বিজয়ী হয়েছেন। ওয়াসিম কাদির নামের ওই প্রার্থী রোববার নওয়াজ শরিফের যোগ দেন।
পিএমএল-এনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির পোস্ট করা একটি ভিডিওতে কাদির বলেন, ‘আমি আমার ঢেরায় ফিরে এসেছি।’ ভিডিওতে তাকে পিএমএল-এনেএর জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে দলটি কাদিরকে পিটিআই-সমর্থিত প্রার্থী হিসেবে বর্ণনা করে একটি পোস্টে এই ঘোষণা করেছিল। তবে কয়েক মিনিট পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে একটি নতুন পোস্ট করা হয়।
উল্লেখ্য, কাদির লাহোরের আসন থেকে থেকে পিএমএল-এন-এর প্রার্থী শেখ রোহেলে আসগরকে পরাজিত করেই জিতেছেন।
এ এস/
Discussion about this post