ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রোববার (৬ জুলাই) ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাহ, রাস-ইসা এবং আস-সালিফ বন্দরের পাশাপাশি রাস কাথিব বিদ্যুৎকেন্দ্রে আঘাত করেছে।
গ্যালাক্সি লিডারশিপের একটি রাডার সিস্টেমেও হামলার কথা জানিয়েছে ইসরাইল, যেটি হুতিরা দখল করেছিল এবং হোদেইদাহ বন্দরে নোঙ্গর করা আছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন মতে, প্রায় এক মাসের মধ্যে এটি ইয়েমেনে ইসরাইলি বাহিনীর প্রথম হামলা। এর আগে রোববার হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর মতে, ইয়েমেনের সর্বাধিক জনবহুল এলাকা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠীটি দিনের শেষে (রোববার) ইসরাইলে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইয়েমেনে হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার বিষয়টি নিশ্চিত করেছে হুতি। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলের জরুরি পরিষেবা।
সূত্র: আল জাজিরা
এম এইচ/
Discussion about this post