ইয়েমেনের হুতি যোদ্ধারা উত্তর ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে, আঘাতের আগেই প্রজেক্টাইলকে তারা গুলি করে নামিয়ে ফেলেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বুধবার স্থানীয় সময় ভোর চারটার কিছু পরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ সময় হাইফা, ক্রায়োট এবং গ্যালিল সাগরের পশ্চিমে অন্যান্য অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।
এই এলাকাটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের জন্য একটি বিরল লক্ষ্যবস্তু। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, হুতিরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলাকে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ বলে জানিয়ে আসছে।
যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে গোষ্ঠীটি “হাইফা দখলকৃত এলাকায় একটি গুরুত্বপূর্ণ ইহুদিবাদী শত্রু লক্ষ্যবস্তুতে” হামলা চালিয়েছে। তিনি বলেন, “ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছেছে… এবং ইন্টারসেপশন সিস্টেম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে, ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।”
সূত্র : আল জাজিরা
এ ইউ/
Discussion about this post