সব শঙ্কা উড়িয়ে অবশেষে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে বসলো ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার গভীর রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে এই হামলা চালাল ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
জানা গেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ধ্বংস করতে একযোগে কাজ করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান। আইআরজিসি জানিয়েছে, তারা ‘ট্রু প্রমিজ’ অপারেশনের অধীনে শনিবার এ হামলা চালিয়েছে। এটিকে ইসরায়েলের কৃত অপরাধের শাস্তি হিসেব উল্লেখে করেছে তারা।
এর আগে শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সম্ভাব্য ব্যবহারের জন্য ১০০-এর বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। যেকোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে।
এর আগে শুক্রবার লেবানন থেকে ইসরায়েলে অন্তত ৫০টি রকেট হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠি। তবে সেই হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, ইরান তাদের মদদপুষ্ঠ গোষ্ঠিগুলো দিয়ে নাকানি-চুবানি খাওয়াতে পারে ইসরায়েলকে।
টিবি
Discussion about this post