অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং দুইজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসাকর্মীদের বরাতে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েল জানায়, ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর তাদের সামরিক বিমান থেকে তিনটি পৃথক হামলা হয়েছে। এই যোদ্ধারা তুবাস অঞ্চলে ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি তৈরি করেছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছে। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার মতে, হামলাটি একটি সশস্ত্র ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়। নিহত পাঁচজনের মরদেহ ও আহতদের দুবাস তুর্কি সরকারি হাসপাতালে নিয়ে গেছেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স কর্মীরা।
এই হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনীর বড় একটি দল তুবাসের ফার’আ শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থাকে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
গত সপ্তাহ থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত এই অভিযানে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জন আহত হয়েছে।
সূত্রঃ আলজাজিরা
এ ইউ/
Discussion about this post