গাজার বাসিন্দাদের সমর্থনে ইয়েমেনি হুথি বাহিনী শনিবার (৩ মে) তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, গাজার নির্যাতিত জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার অপরাধ ও এই শাসনব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় অধিকৃত ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
ইয়াহিয়া বলেন, আমরা অধিকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছি। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন ২’ দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ নামে একটি আকস্মিক প্রতিশোধমূলক আক্রমণ চালায়। তখন থেকে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে।
Discussion about this post