অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ফিলিস্তিনি এক শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেয়েশিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব। বয়স আড়াই বছর।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা শিশুটির মাথায় গুলি করে। এতে গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়।
এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছিল।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।
এদিকে শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিল ইসরায়েলের সেনারা।
সূত্রঃ আল জাজিরা
এ ইউ/
Discussion about this post