বেনি গ্যান্টজ যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, যেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে তার যুদ্ধকালীন সময়ে অনুমোদন করা হয়েছে। রোববার, ৯ জুন, তিনি এই সদস্য পদত্যাগের ঘোষণা করেন। গাজা যুদ্ধের সময়ে এই পদত্যাগ তার এই নেতার ওপর অভ্যন্তরীণ চাপ কমানোর উদ্দেশ্যে ঘটে।
বেনি গ্যান্টজ, একজন প্রাক্তন ইসরায়েলি জেনারেল এবং পূর্বে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কর্তিত্ব পালন করেছিলেন। একটি পরিকল্পনা পেতে ব্যর্থ হওয়ার পরে নেতানিয়াহুর কাছে তার সরকারের কোন পতন ঘটবে না বলে মনে হয়। তবে, এই ঘটনাটি নেতানিয়াহুর প্রথম রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে যা গাজা যুদ্ধের ৮ মাসের মধ্যে ঘটে। গ্যান্টজ বলেছেন, ‘নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সেজন্য আমি আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জরুরি সরকার থেকে পদত্যাগ করছি।’
কাজী হাবীবুল আউয়াল জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ শতাংশ চূড়ান্ত অবস্থায় পৌঁছানি নিয়েছেন না। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, অনেকে আবেদন করলেও তারা সঠিক তথ্য প্রদান করেন না। একইসাথে, তথ্য প্রদান করা মানবসম্পন্নভাবে না হলেও তাদের তথ্য সঠিকভাবে নিবন্ধন করা হয় না।
এদিকে তার পদত্যাগের কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেনি, এটি যুদ্ধ পরিত্যাগ করার সময় নয়, এটি বাহিনীতে যোগ দেওয়ার সময়।’
৮ জুন, শনিবার, ইসরায়েলি বাহিনী সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে রক্তক্ষয়ী অভিযান চালিয়ে ৪ জিম্মিকে মুক্তি করার দাবি করে। এরপর নেতানিয়াহু পদত্যাগ না করার জন্য গ্যান্টজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর ১১ অক্টোবরে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। গ্যান্টজ সেই সরকারে যোগ দেন। এই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাল সম্পর্ক রয়েছে।
এস এম
Discussion about this post