ইসরায়েলে সঙ্গে যোগাযোগ করে ইরানের নিরাপত্তার বিরুদ্ধে পরিকল্পনা করায় দেশটির রেভুলেশনারি গার্ড ১২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
রেভুলেশনারি গার্ডের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জায়োনিস্ট গোষ্ঠী ইসরায়েল এবং তাদের পশ্চিমা সমর্থক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা এবং লেবাননের জনগণের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন তারা ইরানের বিরুদ্ধে নেমেছে।
গত সপ্তাহে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে হাজার হাজার মানুষ আহত এবং ৩৭ জন নিহতের ঘটনায় ইসরায়েলকে দোষারোপ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে।
রেভুলেশনারি গার্ড জানিয়েছে, ইরানের ৬ প্রদেশ থেকে ওই ১২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহেরানে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান। যদিও ইসরায়েল এ দায় অস্বীকার করেছে।
এ ইউ/
Discussion about this post