পাঁচ বছরের কম বয়সী ৪৯৮৬ জন ফিলিস্তিনি শিশুর নাম লেখা একটি সাদা টি-শার্ট পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বছর ব্রিটিশ কারাগার থেকে মুক্তির পর মঙ্গলবার (২০ মে) অ্যাসাঞ্জ প্রথমবারের মতো অতিথি হিসেবে কোনো বড় ইভেন্টে উপস্থিত হন।
এ সময় গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাসাঞ্জের টি-শার্টের পেছনে লেখা ছিল ‘ইসরায়েলকে থামান’।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে হাজার হাজার শিশু। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত ১৬ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু ও কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজা উপত্যকায় নিহত ৪৯৮৬ জন ফিলিস্তিনি শিশুর নাম লেখা সাদা টি-শার্ট পরে কান চলচ্চিত্র উৎসবে জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি: সংগৃহীত
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি পরিচালিত অ্যাসাঞ্জের জীবন নিয়ে তৈরি একটি নতুন তথ্যচিত্র ‘দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান’-এর সমর্থনে কানে এসেছিলেন তিনি।
সম্প্রতি গোল্ডেন গ্লোব বিজয়ী এই ছবিটিতে উইকিলিকসের গোপন নথি প্রকাশের বিস্ফোরক ঘটনা, রাজনৈতিক বিপর্যয়ের বছরগুলো এবং ২০২৪ সালে অ্যাসাঞ্জের মুক্তির দিকে পরিচালিত আন্তর্জাতিক প্রচারণার চিত্র তুলে ধরা হয়েছে।
এম এইচ/
Discussion about this post