ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী। রোববার (১৫ সেপ্টেম্বর) ইয়েমেনের ভূমি থেকে এ হামলা চালানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে তেল আবিবসহ ইসরায়েলের একাধিক স্থানে সতর্ক সংকেত বাজতে থাকে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে। তবে এটি ফাঁকা স্থানে পড়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে জুলাইয়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেল আবিবে ড্রোন হামলা চালায়। এতে একজন নিহত এবং চারজন আহত হয়। এ হামলার প্রেক্ষিতে হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। এতে তিনজন নিহতসহ ৮৭ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল বাহিনী হামলা শুরু করলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তেল আবিবে পাল্টা হামলা শুরু করে হুতি বিদ্রোহী।
এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধে লোহিত সাগরেও ইসরায়েলের মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেনি যোদ্ধারা।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post