ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে যে তারা দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতে একটি পাওয়ার স্টেশনকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি তেল আবিবেও ড্রোন ছুড়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল যে তারা মঙ্গলবার ভোরে মধ্য ইসরায়েলের ওপর দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র বাধা দিতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল।
এদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অঙ্গীকার করেছেন যে গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে আরও হামলা চালাবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, “গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং এর বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান বন্ধ হবে না।”
সূত্র : আল জাজিরা
এ ইউ/
Discussion about this post