ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মনে করেন ইউরোপীয় ভাবধারা-মূল্যবোধের সঙ্গে ইসলামী মূল্যবোধের সামঞ্জস্যগত সমস্যা রয়েছে।তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ইসলামি সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া তার এক ভিডিওতে এ তথ্য জানা গেছে।
ভিডিওটি ধারণ করা হয়েছিল বেশ আগে। সেখানে দেখা যাচ্ছে—ইতালীয় ভাষায় জর্জিয়া বলছেন, ‘শরিয়ার অর্থ হলো ব্যভিচারের অভিযোগে অভিযুক্তকে পাথর ছুড়ে হত্যা এবং ধর্মত্যাগ কিংবা সমকামিতার জন্য মৃত্যুদণ্ড। আমি মনে করি ইসলামকে সাধারণীকরণের পরিবর্তে এসব ব্যাপার আমাদের গুরুত্ব দিয়ে তোলা উচিত। কারণ, ইউরোপজুড়ে ইসলামীকরণের একটি প্রক্রিয়া চলছে এবং এর ভাবধারা ও মূল্যবোধ আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে।’
জর্জিয়া মেলোনি ইতালির ব্যাপক রক্ষণশীল ও ডানপন্থি রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির শীর্ষ নেতা। রোববার ইতালির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ঘটনাচক্রে, আগের দিন ব্রাদার্স অব ইতালির একটি বড় অনুষ্ঠান ছিল রাজধানী রোমে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও।
বেশ আগে ধারণ করা সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার এক বিবৃতিতে জর্জিয়া এ প্রসঙ্গে বলেন, ‘ভিডিওর বক্তব্যটি আমার এবং আমি এখনও মনে করি যে ইসলামি সংস্কৃতি বা এই সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা এবং ইসলামে স্বীকৃত অধিকার ও মূল্যবোধের সঙ্গে আমাদের সভ্যতার সামঞ্জস্যগত সমস্যা রয়েছে।’
‘ইতালির অধিকাংশ ইসলামি সাস্কৃতিক কেন্দ্র যে সৌদি আরবের অর্থায়নে চলে— এ ব্যাপারেও আমি ভালোভাবেই ওয়াকিবহাল।’
প্রসঙ্গত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন— ইতালির শরণার্থী শিবিরগুলোতে আটকে থাকা অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে ইতালিকে আর্থিকভাবে সহায়তা করতে রাজি আছে লন্ডন।
সুনাক আরও জানান, জর্জিয়া মেলোনির সঙ্গে এ সংক্রান্ত আলোচনা করতে শনিবার রোমে গিয়েছিলেন তিনি।
Discussion about this post