আহমাদুল কবির, মালয়েশিয়া:
হারি রায়া ঈদুল ফিতরের ছুটিতে নিশ্চিদ্র নিরাপত্তায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর। দেশটির ইমিগ্রেশন বিভাগ ফেডারেল রাজধানীর “হটস্পটে” প্রবাসী অধ্যুষিত এলাকায় ঈদের দিন থেকে টহল জোরদার করে।
শুক্রবার (১২ এপ্রিল), কুয়ালালামপুর ইমিগ্রেশনের মহাপরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের বলেছেন, এটি স্থানীয় এবং বৈধ বিদেশি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, প্রয়োগকারী কর্মকান্ডের পাশাপাশি, নির্ধারিত টহলগুলিও গুরুত্বপূর্ণ ছিল যাতে লোকেরা ইমিগ্রেশন অফিসারদের উপস্থিতি “অনুভব” করে এবং তারা নিরাপদ বোধ করতে পারে।
কুয়ালালামপুর যে সব বাসিন্দাদের জন্য সর্বদা একটি নিরাপদ এবং আরামদায়ক জায়গা, তা স্থানীয় বা পর্যটকদের নিশ্চিত করার জন্য, বিভাগটি এলাকায় প্রয়োগকারী সংস্থার উপস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন।

এনফোর্সমেন্ট এবং চেক ছাড়াাও, কেএলসিসি, জালান সিলাং, কোটা রায়া, বুকিত বিনতাং এবং চৌকিট এলাকাসহ বিভিন্ন হটস্পটে টহল জোরদার করা হয়েছে।
ওয়ান সউপি বলেন, বিভাগটি আশা করে যে এই উদ্যোগটি সমস্ত শহরবাসী এবং দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করবে এবং আমরা আশা করি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে (আমাদের উপস্থিতির কারণে), তবে আমরা এটাও নিশ্চিত করব যে যারা অভিবাসন আইন ভঙ্গ করে, যেমন অবৈধ বিদেশী কর্মীদের নিয়োগকর্তারা, তারা যেন কিছুতেই পার না পায়।
এছাড়া, অভিবাসন বিভাগ এমন কোন বিদেশীর সাথেও আপস করবেনা যার কাছে কোন বৈধ নথি নেই। তবে এই টহলে কোনো অবৈধ অভিবাসী আটক হয়েছেকিনা তা এখনও জানা যায়নি।
এস আর/
Discussion about this post