ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথেই স্ত্রী-সন্তানকে হারালেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হোসেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নওগাঁর মান্দায় মালবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় পাঁচ মাসের শিশু ফারাবী।
পরে রাত সাড়ে ৮টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজ হোসেনের স্ত্রী রেশমা খাতুনও। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিক্ষক ফিরোজ হোসেন ও তার ৮ বছরের মেয়ে ফারিয়া।
জানা যায়, ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন শিক্ষক ফিরোজ। পথে বিজয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু ফারাবী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান ফিরোজের স্ত্রী রেশমা খাতুন।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিবি
Discussion about this post