দেশ জুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঈদের দিনেও বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। ঈদের নামাজ পড়তে গিয়ে ভক্তদের থেকে দুয়ো শুনেছেন সাকিব।
বুধবার (১০ এপ্রিল) নিউ ইয়র্কে ঈদের নামাজ আদায় করেছেন সাকিব। তবে নামাজে গিয়েও দর্শকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে। ঈদের জামাতে সাকিবের উপস্থিতি টের পেয়ে ভক্তরা ছুটে আসেন সেলফি তুলতে। সাকিব অবশ্য ভক্তদের বুঝিয়েছেন নামাজের কথা বলে। পরে দ্রুতই ছেড়েছিলেন ঈদগাহ ময়দান।
ঈদগাহ ময়দান ছাড়ার সময় সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন গণমাধ্যমকর্মীরা। তবে কাউকে কোনো উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছেন তিনি। ঈদগাহ ময়দান ছেড়ে যাওয়ার সময় সাকিবকে ‘ভুয়া ভুয়া’ দুয়োও দিতে শোনা গিয়েছে কয়েকজন ভক্তকে। তবে ঠিক কারা এই কাজ করেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন সাকিব আল হাসান। অবশ্য ফেরাটা তেমন রাঙাতে পারেননি। টেস্ট ম্যাচ শেষে ডিপিএলে খেলার কথা ছিল সাকিবের। তবে হঠাৎ করেই দেশ ছাড়েন তিনি।
বাংলাদেশ থেকে সোজা সৌদি আরবের পথ ধরেন সাকিব। সেখানে মক্কাতে নগরীতে প্রথমে পালন করেন পবিত্র ওমরা হজ। হজ পালন শেষেই সাকিব উড়াল দেন আমেরিকাতে। জানা গেছে, ঈদ পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্পে যোগ দেবেন তিনি।
টিবি
Discussion about this post