ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে আবার পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন ঘুরতে।
আজ মঙ্গলবার মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের মোটামুটি চাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার পাশের জেলার রুটগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে।
এদিকে, ভোর থেকেই ট্রেনে করে বাড়ির ফেরার জন্য কমলাপুর হাজির হন অনেকে। ঈদের দ্বিতীয় দিনেও আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।
এস এইচ/
Discussion about this post