বগুড়ায় ঈদের রাতে শরীফ ও রোমান নামে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত দেড়টার দিকে জেলা শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় আহত হয়েছে আরও একজন। নিহত শরীফ ওই এলাকার দুদু মিয়ার ছেলে এবং রোমান শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের রাত দেড়টার দিকে চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর গিয়ে দেখা যায়, শরীফ ও রোমানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে।
নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন ফোন করে শরীফকে ডেকে নেয়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন, দুর্বৃত্তরা শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে গেছে। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই নিহত হন শরীফ ও রোমান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ এস/
Discussion about this post