এ বছর ঈদ-উল-আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
১০ দিনের এই ছুটি ৫ জুন থেকে শুরু হবে। ছুটি শেষ হবে ১৪ জুন। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের উপস্থিত একজন উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদ-উল-আজহা পালিত হওয়ার কথা রয়েছে।
কোরবানির ঈদে টানা ১০ দিনের ছুটিকোরবানির ঈদে টানা ১০ দিনের ছুটি
এর আগে গত ঈদ-উল-ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।
এম এইচ/
Discussion about this post