আজ শনিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনেও আজ ঈদ, কিন্তু এই সময়েও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ নেই।
গতকাল শনিবার গাজার প্রধান শহর গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রোববার গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন।
এছাড়া এই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং গাজার সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
এস এম
Discussion about this post