ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি নিজ দেশেই নিরাপত্তাজনিত কারণে ফিরতে পারেননি। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি টাইগার সাকিব। সম্প্রতি সাকিবকে নিয়ে দেশে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার এক সাক্ষাৎকারে আলোচনা ও সমালোচনাকে আর একটু চাঙ্গা করতে কিছুটা ঘি ঢাললেন সাকিব নিজেই।
আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সাক্ষাৎকারের এক সময় সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, আশেপাশের নেতিবাচক খবরগুলো আপনার খেলায় কোন প্রভাব ফেলে কিনা?জবাবে সাকিব বলেন, ‘না, আমার কাছে মনে হয় না যে এত বছরের ক্যারিয়ারে, কারণ অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমার। যতটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত ছিল না। সেই জায়গা থেকে আমি অনুভব করি যে অনেক বেশি হয়েছে। এটাতে আমার কোনো অনুশোচনা নাই। এবং আমি এটা নিয়ে কখনও চিন্তা করি না।’এরপর সাকিব বলেন, ‘আমি মনে করি যে এগুলো হয়, হওয়া উচিত। সাধারণত, আমি যদি উদাহরণ দেই— যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছ যত উঁচু সে গাছে বাতাসটাও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম। এখান থেকে ইগনোর করার কোনো অপশন আছে বলে আমি মনে করি না।’
কয়েক দিন আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, ‘আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।’
এস এম/
Discussion about this post