হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’–এর আওতায় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ–সুবিধা:
১. টিউশন ফি নেই।
২. মাসিক ভাতা।
৩. বিনামূল্যে আবাসন সুবিধা।
৪. স্বাস্থ্যবিমার সুবিধা।
৫. ভ্রমণভাতা।
আবেদনের সময়সীমা: আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল-তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্বিবদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
https://opportunitiescorners.com/stipendium-hungaricum-scholarship-2024/
এফএস/
Discussion about this post