এয়ারএশিয়ার একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক থেকে পর্যটন শহর ফুকেটে যাচ্ছিল। মাঝ–আকাশে থাকা অবস্থায় এয়ারএশিয়ার উড়োজাহাজটির আসনের ওপর লাগেজ রাখার জায়গায় ছোট একটি সাপ দেখতে পান এক যাত্রী। সাথে সাথে চিৎকার দেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সাপটি দেখার পর উড়োজাহাজের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় পান অনেকেই। আশপাশের আসনগুলো থেকে যাত্রীরা উঠে যান। হুলুস্থুল কাণ্ডের সেই মুহুর্তের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, যাত্রীদের হুলুস্থুল দেখে তাৎক্ষণিকভাবে একজন ক্রু এগিয়ে আসেন। তিনি ছোট আকারের সাপটি ধরে একটি বোতলে ঢোকানোর চেষ্টা করেন। পরে সাপটি আবর্জনার ব্যাগে ভরে ফেলেন তিনি। এরপর স্বস্তি ফেরে যাত্রীদের মাঝে। স্বাভাবিক হয় পরিস্থিতি। কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করে বিমান।
উড়ন্ত বিমানের সাপের উপস্থিতির ঘটনায় একটি বিবৃতি দিয়েছে এয়ারএশিয়া। তারা জানায়, বিমানে সাপ খুঁজে পাওয়ার ঘটনা সরচরাচর দেখা যায় না। তাদের প্রশিক্ষিত ক্রু দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছেন। ফলে বড় কোনো অঘটন ঘটেনি। এয়ারএশিয়ার উড়োজাহাজটিতে কোন প্রজাতির সাপ পাওয়া গেছে, সেটি বিষধর ছিল কি না, বা কীভাবে সেখানে গেলে তার কিছুই এখনো জানা যায়নি। চলছে তদন্ত। তবে অনেকে ধারণা করছেন, রানওয়ের আশপাশে যেহেতু অনেক জায়গা অব্যবহৃত থাকে সেখানে সাপের আনাগোনা থাকতে পারে সেখান থেকে কোন ভাবে একটি সাপ বিমানে ঢুকতে পারে।
ভিডিও সংবাদ দেখতে ক্লিক করুন।
এ জেড কে/
Discussion about this post