ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাহমুদ আব্বাস। ২০০৫ সাল থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন। ৮৯ বছর বয়সী এ নেতা বর্তমানে বাধ্যর্কজনিত নানা সমস্যায়ও ভুগছেন। নিজের শারীরিক অবস্থা যখন এমন তখন তিনি নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি নতুন ডিক্রি জারি করেছেন। এ ডিক্রিতে তিনি তার উত্তরাধিকারের নাম ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।
বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের বর্তমান সভাপতি প্রবীণ ফাতাহ নেতা রাউহি ফাতুহের এ পদে অধিষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পদ শূন্য হলে সাময়িক তিনি দায়িত্ব পালন করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাতাহের একটি সিনিয়র সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন ব্যাপক চাপের পর এমন ডিক্রি জারি করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয় পরিচালনার জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। মাহমুদ আব্বাস এ কমিটি ঘোষণা করবেন। তবে কমিটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কোনো দায়িত্বে থাকবে না।
একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে জানিয়েছে, মাহমুদ আব্বাসের উপর অবসরের বিষয়ে চাপ দিয়েছে। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বদলি নেতা বেছে নেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ডিক্রিটি ফিলিস্তিনের বর্তমান আইনকে প্রতিস্থাপন করে। আইনে বলা হয়েছে, ফিলিস্তিন আইন পরিষদের (পিএলসি) স্পিকার প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন।
এ ইউ/
Discussion about this post