সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নামে ডাকাতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, ‘উন্নয়ন নয়, ডাকাতি করেছেন শেখ হাসিনা। এখন ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একে একে হস্তান্তর করা উচিত ছিল দেশটির।’
‘আওয়ামী লীগের দুঃশাসনের প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। আওয়ামী লীগ যত অস্থিরতাই তৈরি করুক, বিএনপিকে চোখ-কান খোলা রাখতে হবে’, যোগ করেন জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো ১৬ বছরের শেখ হাসিনার দুর্নীতি নিয়ে যেন জাতিসংঘে কথা বলতে পারেন। আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা সহযোগিতা করতে এসেছি।
সব রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, তাদের নিয়ে রোডম্যাপ প্রয়োজন বলেও উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য।
এম এইচ/
Discussion about this post