রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
সিরাজ-উদ-দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি আজীবন রংপুরের সাধারণ মানুষের সেবা করে এসেছি। অথচ উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে অন্তত রংপুর-রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবি জানাই।”
তিনি আরও বলেন, “আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ব না।” এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।
লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে অবদান রাখার জন্য ড. ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতার জন্য সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান।
এম এইচ/
Discussion about this post