দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে প্রতিদন্তিতা করার ঘোষণা দিয়েছেন ।
সোমবার (২৯ এপ্রিল) দেশের একটি সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘ঝিনাইদহ-১ আসন থেকে উপনির্বাচন করবো। প্রস্তুতি শুরু করেছি।’
এর আগে জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।
হিরো আলম বলেন, সেখানকার (ঝিনাইদহ-১ আসন) এলাকার মানুষ চায় আমি যেন নির্বাচন করি। নির্বাচনে তারা সাহায্য-সহযোগিতা করবে। সেখানকার মানুষের ভালোবাসা দেখেই আমি নির্বাচন করছি।
এর আগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন ওই আসনে ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। এরপর মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। পরে ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ৫ জুন ব্যালট পেপারে হবে নির্বাচন।
এ এস/
Discussion about this post