উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেট। ইঞ্জিন বন্ধ হওয়ার পর বিধ্বস্ত হয়ে কয়েক টুকরো হয় মহাকাশযানটি। এ নিয়ে দুই মাসে দ্বিতীয় দফায় ব্যর্থ হলো স্পেস এক্সের মিশন।
বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকা থেকে উৎক্ষেপণ করা হয় ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের স্টারশিপ রকেট। কিন্তু উড্ডয়নের ১০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় এটি। লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায় ইঞ্জিন বন্ধ হয়ে হঠাৎ বাহামাসের উপর বিস্ফোরিত হয় মহাকাশ যানটি।
কর্তৃপক্ষ জানায়, শুরুতে সফলভাবেই মাটি ছেড়ে শূন্যে ওঠে এটি। এরপর এই রকেট বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে মহাকাশের দিকে যাত্রা অব্যাহত রাখে। প্রথম পর্যায়ের বুস্টারটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে লঞ্চপ্যাডে ফিরে আসে এবং সেটিকে সফলভাবে ধরেও ফেলে মেকানিকাল আর্ম। তবে কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ঘটে বিস্ফোরণ।
এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, মিয়ামি, অরল্যান্ডে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখে এভিয়েশন কর্তৃপক্ষ।
দুই মাস আগে আরেকটি রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মত ব্যর্থ হলো স্পেস এক্স। এবার মহাকাশে মক স্যাটেলাইট ছেড়ে আসতে উৎক্ষেপণ করা হয়েছিল। সব মিলিয়ে এটি স্টারশিপের অষ্টম উৎক্ষেপণ বলে জানিয়েছে স্পেসএক্স।।
এম এইচ/
Discussion about this post