ইউরোপের দেশ ইতালি।ভাগ্য বদলের আশায় এই ইতালি যাওয়ার রঙিন স্বপ্ন বুনেন লাখ লাখ মানুষ। এবার সেই স্বপ্ন পূরনে ইতালির কিছু ছোট শহর বাসিন্দাদের আকৃষ্ট করতে লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছে। সারা বিশ্বের কাছে আবেদন করেছেন সেখানে গিয়ে বসবাসের জন্য।
ইতালির পাগলিয়া প্রদেশের প্রেসিচ্চে শহরে গিয়ে থাকলে ৩০ হাজার ইউরো দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য৷ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। এই অর্থে শহরে বাড়ি তৈরি করার জন্য বলা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই শহরের ঐতিহাসিক কেন্দ্রে ১৯৯১ সালের আগে তৈরি অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে৷ সেগুলিতে তাঁরা নতুন বাসিন্দাদের নতুন সংসার দেখতে চান। প্রাচীন শহরে ইতিহাস, স্থাপত্য ও শিল্পের এই নিদর্শনগুলি শূন্য দেখতে ভাল লাগে না জানালেন স্থানীয় প্রশাসক।
বসবাসের বিনিময়ে অর্থ দেওয়ার পরিকল্পনা নাকি কাজে দিয়েছে। কাউন্সিলর জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহেও বসবাসের আবেদন নেওয়া হবে। আগ্রহীরা শহরের টাউন হল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন।
শহরটিতে বসবাসে রাজি থাকলে অর্থ দুই ধাপে দেওয়া হবে বলে জানান আলফ্রেদো পালেসে। প্রথম ধাপে শহরের একটি পুরোনো বাড়ি কেনার জন্য অর্থ ছাড় করা হবে। বাকি অর্থ ওই বাড়িটি সংস্কারের প্রয়োজন হলে দেওয়া হবে।
এস আর/
Discussion about this post