বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে থেকে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন। প্রজ্ঞাপন দ্রুতই দেয়া হবে।মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার থেকে সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে ৪ দিন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।
এস এম/
Discussion about this post