রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে।
রোববার (৪ এপ্রিল) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচানের জালে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৫২ হাজার টাকায় কিনে নেন।
জেলে আলেকচান বলেন, রাত চারটার দিকে আমি আমার সহযোগীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলি। ভোর পটাঁটার দিকে বিশালাকৃতির এই কাতল মাছ আমাদের জালে ধরা পরে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে নিয়ে যাই। ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম। পরে মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি করেছি।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি এক হাজার ৬শ টাকা দরে মোট ৫২ হাজার টাকায় কিনেছেন। এখন কেজিপ্রতি ৫০ বা ১০০ লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন।
এস এইচ/
Discussion about this post