অ্যাকশান, রোমান্টিক , বা হরর যেটাই বলা হোক না কেনো তামিল সিনেমার কথা শুরুতেই আসে। ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, কালার এক কথায় অসাধারন করে তোলেন নির্মাতা থেকে শুরু করে বিভিন্ন কলা-কৌসুলিরা ।
একের পর এক তামিল সিনেমা জেনো বক্স অফিসে ঝর তুলেই যাচ্ছে। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় ধানুস খ্যাঁত তামিল সিনেমা ‘ক্যাপটেইন মিলার’। বেশ সাড়া ফেলে বক্স অফিসে, দর্শক ও বেশ সাড়া দিয়েছে এই সিনেমায়। বক্স অফিস থেকে আয় করছে ১৩ মিলিয়ন ডলার। যা সবচেয়ে বেশি আয় করেছে তামিল সিনেমায়।
কিন্তু চলতি বছর ক্যাপটেইন মিলারের পর আর কোনো সিনেমা সাড়া না ফেলতে পারলেও ডিরেক্টর ‘সুন্দর সি’ এর ‘আরানমানাই ৪’ যেন সব আক্ষেপ পুষিয়ে দিয়েছে দর্শকদের। আরানমানাই সিনেমার আগের পর্বগুলো তেমন সাড়া না ফেলতে পারলেও বর্তমানে সিনেমাটি সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা হয়ে উঠেছে। ক্যাপটেইন মিলারকে টেক্কা দিচ্ছে সিনেমাটি। ৩ মে মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ কোটি রুপি আয় পার করেছে ছবিটি।
আরও পড়ুনঃ গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
হরর কমেডি ধারার সিনেমাটি দর্শকদের বেশ আকৃষ্ট করে ফেলছে। চিত্রনাট্য, কালার, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স থেকে শুরু করে অভিনয় সিনেমাটির বড় শক্তি। ভূতুড়ে সব কর্মকাণ্ড, রহস্যময় মৃত্যু আর সন্দেহজনক রহস্য উধঘাটন ও কমেডিতে ভরপুর এই সিনেমা। যা রীতিমতো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। দারুণ কমেডির সঙ্গে গল্পের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ দর্শককে স্পর্শ করেছে। সে জন্যই তাঁরা ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন।
ডিরেক্টর ‘সুন্দর সি’ পরিচালিত ‘আরানমানাই ৪’ সিনেমায় অভিনয় করছেন বাহুবালি নায়িকা তামান্না ভাটিয়া, রাশি খান্না, রামাচন্দ্র রাজু, সন্তোষ প্রতাপ, যোগী বাবুসহ ‘সুন্দর সি’ নিজে।
সম্প্রতি ছবিটির হিন্দি ট্রেলার মুক্তি পেয়েছে। তামিল রিলিজে “আরানমানাই ৪” এর সাফল্যের পরে, বাওয়েজা স্টুডিওজ এবং কারমিক ফিল্মস ৩১ শে মে, ২০২৪ এ হিন্দি ডাব সংস্করণ প্রকাশ করবে। দারুণ কমেডির সঙ্গে গল্পের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ দর্শককে স্পর্শ করেছে। সে জন্যই তাঁরা ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন।
এ এ/
Discussion about this post