মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি করে ভোক্ত অধিকার সম্মাননা পেলেন ব্যবসায়ী শাহ আলম। গত বছরের রমজান মাসে মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবারও এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেন তিনি।
শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।
ব্যবসায়ী শাহ আলম চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে।
এর আগে চাঁদপুর জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নজরে আসে শাহ আলমকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে করা প্রতিবেদন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ বিষয়ে ব্যবসায়ী শাহ আলম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দিয়েছে। প্রথমেই আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের কারণে আমি সম্মানিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেন সব সময় এভাবে মানুষের পাশে থাকতে পারি।
তিনি আরও বলেন, আমি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে অনেক দাবি তুলে ধরেছি। আমরা ব্যবসায়ীরা যদি কমে পণ্য কিনতে পারি, তাহলে মানুষের কাছে কমে পণ্য বিক্রি করতে পারবো। তিনি আমাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
টিবি/
Discussion about this post