কলকাতার টালিনালার বস্তাবন্দি মৃত লাশের পরিচয় উদ্ধারে পুলিসের একমাত্র ‘অস্ত্র’ ছিল ডান হাতের ট্যাটু। রিজেন্ট পার্কে নাবালিকা খুন কাণ্ডে সেই ট্যাটুই খোলসা করে দিল গোটা রহস্যের জট। মৃতার হাতে ট্যাটুতে লেখা ছিল ‘মোবারক’। পুলিস জানিয়েছে, রাহুল মোবারক (১৯) নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল সরশুনার ঠাকুরতলার বাসিন্দা পার্বতী চক্রবর্তী ওরফে পুজা (১৭)। কাজ পাইয়ে দেওয়ার নাম করে রাহুল ও তার এক বন্ধু পূজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। একটি ভাড়া গাড়িতে তুলে প্রথমে নাবালিকাকে আচ্ছন্ন করা হয়। অভিযোগ, রাহুলই প্রেমিকার গলা টিপে হত্যার চেষ্টা করে। মৃত্যু হয়েছে ধরে নিয়ে নাবালিকাকে বস্তায় পুড়ে ফেলে দেওয়া হয় টালি নালায়। এই ঘটনায় ইতিমধ্যেই রাহুলের নাবালক বন্ধুকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। তবে এখনও ফেরার মৃতার লিভ-ইন পার্টনার।
মৃতার মা পাপিয়া চক্রবর্তী জানিয়েছেন, ‘চার বছর ধরে রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল পূজার। মেয়ের এক বান্ধবী দীপ্সা সরশুনার পদ্মপুকুরে থাকে। ওর বাড়িতেই আসত রাহুল। সেখানেই মাঝেমধ্যে যাওয়া আসা ছিল মেয়ের। ২১ জুলাই ভোর ৪ চারটে নাগাদ ঠাকুরতলার বাড়িতে আসে দীপ্সা। ওর সঙ্গে দু’টো ছেলেও ছিল।’ সরশুনার কারখানায় কাজ পাইয়ে দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে পূজাকে নিয়ে যায় রাহুল ওতার বন্ধু। রাহুল পেশায় ক্যাবচালক। সেই গাড়িতেই তোলা হয় নাবালিকাকে। মাদকখাইয়ে তাকে আচ্ছন্ন করে দেয় অভিযুক্তরা। মহাত্মা গান্ধী রোড ধরে তাকে নিয়ে যাওয়া হয় করুণাময়ী। সেখানেই একটি কারখানার সামনে রাখা ছিল বস্তা। ভোরবেলা সেই বস্তায়
পূজার দেহটি ভরে গাড়িতে বসেই তা সেলাই করে রাহুলের নাবালক বন্ধু। এরপরে সেই বস্তা ফেলা হয় কুঁদঘাটের কাছে টালিনালায়।২৩ জুলাই দুপুরে দেহ উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিস। কিন্তু, দেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে চিহ্নিত করা যাচ্ছিল নাপূজাকে। তার মায়ের কথায়, ‘মেয়ে মাঝেমধ্যেই তিন-চার দিন একটানা দীপ্সার বাড়িতে থাকত। প্রথমে ভেবেছিলাম ও সেখানেই আছে। কিন্তু, দীপ্সা বাড়ি এসে বলে, পুজা কোথায় আছে জানি না।’ ২৮ জুলাই সরশুনা থানায় মিসিং ডায়েরি করেন পাপিয়া। সেদিনই পুলিসের তরফে টালিনালা থেকে উদ্ধার হওয়া মৃতার হাতের ট্যাটুর ছবি দেখানো হয়। তা দেখেই মেয়েকে চিনতে পারেন পাপিয়া। লালবাজার জানিয়েছে, প্রেমিক যুগলের সম্পর্কে সম্প্রতি অবনতি হয়। তার জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে নাবালিকাকে। মূল অভিযুক্ত রাহুল ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ পুলিসের। তাঁর খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা।
সুত্রঃBartaman Patrika
এস এম/
Discussion about this post