সাধারণত একটি ডিমের দাম কত হতে পার? ১৫, ২০ সর্বোচ্চ ৩০ টাকা। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে একটি ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। ডিমটিতে অলৌকিক কিছু নেই, নেই বিশেষ কোনো উপাদান। তারপরেও এত দামে বিক্রি হলো কেনো প্রশ্ন জাগতেই পারে?
পবিত্র শবে কদরের রাতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদ এক মুসল্লির দান হিসেবে আসে একটি ডিম। পরে রোববার দুপুরে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তোলে। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। প্রথম নিলাম ডাকে ডিমের দাম ওঠে ৫০০ টাকা। এরপর একে একে ডিমের দাম বাড়তে থাকে। মসজিদের মুসল্লিদের মধ্যে দাম বাড়াতে বাড়াতে একপর্যায়ে এ ডিম ১৯ হাজার টাকায় নিলামে ডাক পড়ে।
অবশেষে এলাকার স্থানীয় সালেহ আহম্মদ নামের এক ব্যবসায়ী এ ডিমটি ১৯ হাজার টাকায় নিলামে কিনে নেন। সালেহ আহমেদ বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ১৯ হাজার টাকায় কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে।’ এদিকে একইদিন বিকেল ৫টায় ওই মসজিদেই নিলামে একটি আতাফল এক হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে একটি আতাফলটি কিনে নেন।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, ‘আগেকার সময়ে মসজিদের উন্নয়ন কাজ করার লক্ষে বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগিতাপূর্ণ নিলামের আয়োজন হতো। এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করতো। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয় না। বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এই নিলাম ডাক। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি বলে মনে করেন তিনি।
টিবি
Discussion about this post