আগামী দু-এক মাসের মধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি সুন্দর দল উপহার দেবে।”
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন জানিয়ে বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামীলীগের এবং ফ্যাসিবাদী যারা দোসর রয়েছেন তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ২০২৪ এর বিচারের আগে যদি নির্বাচন হয় তাহলে ২ হাজার শহিদ এবং লাখ লাখ আহতদের রক্তের সাথে বেইমানী হবে। এজন্য সকল, দল, মত, পক্ষ, গোষ্ঠীকে আমরা আহবান জানাবো আপনারা বিচারকার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন।”
আগামী এক দুইমাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়।চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায় তারা আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে। ”
দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, “আমরা বিজয় উদযাপন করছি ২০২৪ এ আজকে সেটি হচ্ছে আওয়ামী এবং ফ্যাসিবাদমুক্ত দিবস, দিল্লির আগ্রাসনমুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহবান রাখছি যতদিন বাংলাদেশের এ ভৌগোলিক সীমানা- সার্বভৌমত্ব থাকবে ততোদিন পর্যন্ত এ তরুণ প্রজন্ম ২৪ হোক আর আগামীর হোক দিল্লীর আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে।”
এ ইউ/
Discussion about this post