পটুয়াখালীর পায়রা বন্দর-সংলগ্ন রাবনাবাদ নদীতে ইলিয়াস গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ।শনিবার (২৩ নভেম্বর) সকালে কুয়াকাটার পৌর বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
পাঙাশটি রাসেল ফিস আড়তে নিলামে ৭৩০ টাকা কেজি দরে ৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী। বর্তমানে তিনি মাছটির দাম হাঁকছেন ৮৫০ টাকা কেজি।জেলে ইলিয়াস গাজী বলেন, রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরই এই পাঙাশটি তার জালে ধরা পড়ে। এ সময় আর ছোট দুই কেজি ওজনের দুটি পাঙাশ অন্যান্য মাছও তার জালে ধরা পড়ে। এত বড় পাঙাশ এর আগে আর কখনও জালে ধরা পড়েনি। সকালে কুয়াকাটার পৌর মাছ বাজারে রাসেল ফিসে নিয়ে আসলে তার মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার জানান, এত বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই মাছটি তিনি ৭৩০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। এখন ৮৫০ টাকা কেজি দরে হলে বিক্রি করবেন কারণ, এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতো না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দিবেন তিনি। কারণ ঢাকায় তার মাছের আড়ত আছে। এবং তিনি অনলাইনে ও মাছ বিক্রি করেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। তিনি আশা করছেন, জেলেদের জালে পাঙাশসহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।
এস এম/
Discussion about this post