এ যেন সিনেমার কাহিনী , এক জন কে বিয় করতে চান দুই তরুনী। শনিবার (০২ নভেম্বর) রাত ৭টায় গাগান্না গ্রামের ইকরামুলের ছেলে শাহীনের বাড়িতে দুই তরুণী অনশন করেন। শনিবার বিকেলে বিয়ের দাবি নিয়ে শাহীনের বাড়িতে অবস্থান নেন কলেজ পড়ুয়া এক তরুণী। ওই তরুণীর দাবি শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছেন।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে গাগান্না গ্রামের শাহীন নামের এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন। অন্যদিকে গত দুই মাস হলো অন্য আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন শাহীন। প্রেমিকের বাড়িতে অন্য তরুণীর অনশনের কথা শোনার পর তিনিও বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে আসেন।
শাহীনের প্রতিবেশী সোহেল জানান, শনিবার বিকেল ৫টায় পাশের হরিণাকুন্ডু উপজেলার এক তরুণী বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে আসেন। এ কথা শুনে আরও এক তরুণী বিয়ের দাবিতে তার বাড়ি আসেন। ওই দুই তরুণীর দাবি করেন যে, শাহীন তাদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম করে আসছেন। এখন দুই তরুণীই শাহীনকে বিয়ে করতে চান।
অনশন করা আরেক তরুণী বলেন, “শাহীনের সঙ্গে দুই মাস ধরে প্রেম তখন শাহীনের বাড়ির লোকজন ঝামেলা করায় সেদিন বিয়ে হয়নি। তবে ঘটনাটি অনেক লজ্জাজনক এবং শীঘ্রই এর সমাধান করা হবে।”
এস এইচ/
Discussion about this post