চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশ থেকে শত শত নার্স নিচ্ছে সৌদি আরব। চলতি বছর দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে এসব নার্স নিয়োগ দেবে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। গড়ে মাসে ৫ হাজার ২৫০ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকার বেশি) বেতন পাবেন তারা।
শ্রীলঙ্কার শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশ থেকে চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর সেই পরিকল্পনার আওতায় শ্রীলঙ্কা থেকে এক হাজার নার্স নেওয়া হবে।
শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মিডিয়া সেক্রেটারি সঞ্জয় নাল্লাপেরুমা জানিয়েছেন, চলতি বছরই সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ পাবেন শত শত শ্রীলঙ্কান নার্স। এরই মধ্যে গত সপ্তাহে কলম্বোয় প্রথম দফার নিয়োগ সম্পন্ন হয়েছে।
প্রাথমিকভাবে বিদেশ থেকে এক হাজার নার্স নিয়োগের লক্ষ্য নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শ্রীলঙ্কায় ৪০০ জন আবেদনকারীর মধ্য থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী ৯৫ জন নার্সকে নির্বাচিত করা হয়েছে।
এসব নার্স সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করবেন। নিয়োগের পরবর্তী ধাপ শুরু হবে আগামী আগস্ট মাসে।
সৌদি আরবে নার্স নিয়োগের এই উদ্যোগ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এস আর/
Discussion about this post